অনেকগুলো জোসনা রাতের্ পর যদি মন কাঁদে, তবে চলে এসো এক বরষায় !
অস্তিত্বহীন এই সংসার, ঠিকানাবিহীন এই ঘর,
প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে।
বিবেকের কাছে প্রতারিত আমরা এতটাই অকৃতজ্ঞ যে,
সৃষ্টিকর্তার আসল উদ্দেশ্য টাই ভুলে আছি।
এক ফোটা পানিতে যে পথের শুরু,
মৃত্যুতেও শেষ হয় না সেই পথচলার।
আমি না হয় তোমার অপেক্ষায় সেই পথের শেষেই অপে
ক্ষা করব।

No comments:
Post a Comment